লাখাই ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাইয়ে কৃষকের জন্য ঘোষিত প্রণোদনার বীজ বিক্রির জন্য অবৈধভাবে গোদামজাত করার দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন লাখাই উপজেলা নির্বাহি অফিসার ও নিবাহি ম্যাজিষ্ট্রেট ইউএনও নাহিদা সুলতানা পরিচালিত মোবাইলকোর্ট।
গতকাল শুক্রবার উপজেলার স্থানীয় বুল্লাবাজার অবৈধভাবেই
প্রণোদনার বীজ বিক্রির জন্য গুদামজাত করা হয়েছে এমন গোপন সংবাদের প্রেক্ষিতে তদন্তে বীজ গোদামজাতের বিষয়টি সুস্পষ্ট প্রমানিত হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ স্থানীয় বুল্লাবাজারে ব্যবসা প্রতিষ্টান ও সরকারি ডিলার ” মেসার্স রাজকুমার দেব ” এর মালিক রাজকুমার দেব কে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রধান করা হয়।
এব্যপারে ইউএনও নাহিদা সুলতানার সাথে আলাপকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন।