October 16, 2025, 11:38 pm
শিরোনামঃ
ছাত্রলীগ নেতা হৃদয়ের পর্নোগ্রাফি মামলায় থেকে ‘খালাস পেলেন সাংবাদিক শাহাদাত হোসেন হিরু অষ্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফাইয়াজ হাসান বাবু’র বর্ণাঢ্য মিছিল ও বৃক্ষরোপণ ব্রাহ্মণবাড়ীয়ায়’খান্দুরা হাভেলির ইতিহাস’বইয়ের মোড়ক উন্মোচিত ‎অষ্টগ্রামে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধ গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী স্মরণে দোয়া মাহফিল। শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল ইয়াশফি ডেভেলপারের এমডি ইমরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ সিলেটে বন্যা বনাম হাওরের অলওয়েদার সড়ক।  যায়যায়দিন এক সময় সেরাদের সেরা হয়ে নিজের অবস্থান তৈরী করবে-হালিফ রাইস চৌধুরী

লাখাইয় বাড়ছে বস্তায় আদা চাষে বাড়ছে চাষীদের আগ্রহ। 

Reporter Name
  • Update Time : Wednesday, November 13, 2024,
  • 229 Time View

 

মহসিন সাদেক( লাখাই) হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাইয়ে বসত বাড়ির আঙ্গিনায় অব্যবহৃতভাবে পরে থাকা স্বল্প জমিতেই বস্তা আদা চাষ করা হচ্ছে। উপজেলার করাব ইউপির পূর্ব সিংহগ্রমের বাহার উদ্দিন  ব্যবসা প্রতিষ্ঠানের পাশ্ববর্তী অব্যবহৃত পতিত অংশে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন  দেখাচ্ছেন স্থানীয়দের।এতে করে কৃষি ও শষ্য ভান্ডার খ্যাত লাখাইয়ে মসলাজাতীয় ফসল আদা বস্তার মাধ্যমে আবাদ করতে কৃষকদের আগ্রহ দিন দিন বেড়ে চলছে। এক সময় লাখাইয়ে বাড়ির আশেপাশের পতিত জমিতে স্বল্প পরিসরে পারিবারিক চাহিদা মেটাতে আবাদ হলেও ফলন তেমন বেশি হতোনা তাই সময়ের ব্যবধানে হ্রাস পেতে থাকে।এরই মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মসলা জাতীয় ফসল ও ভেষজ গুণ সম্পন্ন আদা চাষের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের আওতায় আদার প্রদর্শনী দিয়ে সহযোগিতা করে আসছেন। এরই অংশ হিসাবে বিগত ২০২৩-২০২৪ অর্থ বছরে ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সী এসিস্ট্যান্ট প্রজেক্ট (ফ্রিপ) আওতায় উপজেলার ৬ টি ইউনিয়ন এর ৬ জন কৃষকের মাঝে বস্তায় আদা চাষের প্রদর্শনী দিয়ে সহযোগিতা করে।  ৬ টি প্রদর্শনীর আদার ফলন আশানুরূপ হওয়ায় এ প্রদ্ধতিতে আদা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। যে প্রদর্শনী গুলো সড়কের পাশে এবং সহজে নজরে আসে তা দেখতে কৃষকরা আসছে এবং তা দেখে তাদের আগ্রহের কথা উপজেলা কৃষি কর্মকতাকে জানাচ্ছেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়। এমনই একজন সফল বস্তায় আদা চাষি মোঃ বাহার উদ্দিন,  তিনি দীর্ঘদিন যাবত খোরপোষের জন্য মৌসুমী শাকসবজী ও ভেষজ গুণ সম্পন্ন সব্জির আবাদ করে আসছেন।তিনি মৌসুম ভেদে লালশাক, মূলা,গাজর,টমেটো, ফুলকপি, বাঁধা কপি, ঢেঁড়স, করল্লা, ঝিঙে, তরমুজ,শিম,কলমিশাক,দেশীবরবটি,সিমকরল্লা,তেলাকুচা,কুলকুচা,মেষ্টাপাতা,তুলসীগাছ,এলেভেড়া,পুইশাক,থানকুনি পাতা,কাঁকরোল, দেশী ধনে পাতা, ডাঁটা, বিলাতী ধনে পাতা,পাটশাক, মিষ্টি কুমড়া এবং বানিজ্যিক ভাবে মরিচ, মিষ্টি কুমড়া,পেঁপে, কাঁচকলা চাষ করে আসছেন। চলতি মৌসুমে তিনি তার বসতবাড়ির ছায়াযুক্ত স্থানে ১ শত টি বস্তায় আদার করেছেন এবং ফ্রিপ প্রকল্পের আওতায় মধ্য সিংহগ্রাম সড়কের বুল্লাবাজার এলাকায় ৫০ টি বস্তায় আদা প্রদর্শনীর আদা চাষ করেছেন। সড়কের পাশের এ প্রদর্শনীর আদার আশানুরূপ ফলন হওয়ায় এবং তা দেখে কৃষকদের আগ্রহ বাড়ছে। তারা এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নিকট পরামর্শ ও সহযোগিতা চাচ্ছেন।এ বিষয়ে বস্তায় আদা চাষি মোঃ বাহার উদ্দিন বলেন এ প্রযুক্তির বিষয়ে জানার পূর্বে আমি আমার বাড়ির আশেপাশের মাটিতে আদা চাষ করতাম।তবে বিভিন্ন রোগ বালাইয়ের আক্রমণ ও অতিবৃষ্টি পাত হলে ফলন আশানুরূপ হতো না। বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এর মাধ্যমে ও তাদের পরামর্শ ও প্রদর্শনী দিয়ে সহযোগিতা করায় এ আবাদে আদার কাংখিত ফলনের আশা করছি। বস্তায় আদা চাষে মাটিবাহিত রোগবালাই এর আক্রমণ তেমনটা নেই। যেহেতু লাখাই হাওর বেষ্টিত ও বন্যা প্রবন অঞ্চলের অংশ সেই হেতু বস্তায় আদা আবাদ করলে প্রতিকূল পরিস্থিতিতে বস্তায় আদা স্থানান্তর করা যেতে পারে। মাটিতে আবাদ করলে সে সুযোগ নেই। এছাড়া বস্তায় আদা চাষের জন্য আলাদা কোন নির্দিষ্ট জমির প্রয়োজন হয় না।বাড়ির আশেপাশে ছায়াযুক্ত স্থানে, বাঁশবাগানের ফাঁকা জায়গায়,ঘরের পাশের খালি জায়গায় সহজেই বস্তা স্থাপন করা যায়।এতে যে স্থানগুলো কখনোই আবাদের আওতায় আসতো না তা আবাদের উপযোগী করা যায়।এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান বলেন লাখাইয়ে বস্তায় আদা চাষের জন্য সম্ভাবনাময় অঞ্চল। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে যে কোন প্রশিক্ষণে অন্যান্য ফসলের পাশাপাশি বস্তায় আদা চাষের বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও উদ্বুদ্ধ করে আসছি। এছাড়া চলতি বছর ৬ টি প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের সহযোগিতা করে আসছি। বস্তায় আদার ফলন আশানুরূপ হওয়ায় অনেক কৃষকের মাঝে বস্তায় আদা চাষের জন্য আগ্রহ সৃষ্টি হয়েছে এবং তারা আমাদের সাথে যোগাযোগ করেন

১২/১১/২০২৪।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category