October 16, 2025, 11:31 pm
শিরোনামঃ
ছাত্রলীগ নেতা হৃদয়ের পর্নোগ্রাফি মামলায় থেকে ‘খালাস পেলেন সাংবাদিক শাহাদাত হোসেন হিরু অষ্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফাইয়াজ হাসান বাবু’র বর্ণাঢ্য মিছিল ও বৃক্ষরোপণ ব্রাহ্মণবাড়ীয়ায়’খান্দুরা হাভেলির ইতিহাস’বইয়ের মোড়ক উন্মোচিত ‎অষ্টগ্রামে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধ গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী স্মরণে দোয়া মাহফিল। শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল ইয়াশফি ডেভেলপারের এমডি ইমরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ সিলেটে বন্যা বনাম হাওরের অলওয়েদার সড়ক।  যায়যায়দিন এক সময় সেরাদের সেরা হয়ে নিজের অবস্থান তৈরী করবে-হালিফ রাইস চৌধুরী

যায়যায়দিন এক সময় সেরাদের সেরা হয়ে নিজের অবস্থান তৈরী করবে-হালিফ রাইস চৌধুরী

Reporter Name
  • Update Time : Sunday, December 1, 2024,
  • 236 Time View

নিজেস্ব প্রতিবেদক: যায়যায়দিন এক সময় সেরাদের সেরা হয়ে নিজের অবস্থান তৈরী করবে। পাঠকসমাদৃত এই পত্রিকাটি একদল সৎ, দক্ষ ও সাহসী কলমযোদ্ধাদের নিয়ে চলমান অবস্থান ধরে রেখে ভবিষ্যতের পথনির্দেশনা তৈরি করবে। যায়যায়দিনের ১৯ বছরে পদার্পন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যায়যায়দিনের ব্যবস্থাপনা পরিচালক হালিফ রাইস চৌধুরী এসব কথা বলেন। এসমময় তিনি আরো বলেন পত্রিকাটিকে পাঠকের কাছে আরো গ্রহনযোগ্য করে তোলার জন্য সকল প্রতিনিধিদের

দায়িত্ব পালনে আরোও সক্রিয় হতে হবে।
এজন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করা হবে বলে তিনি সবাইকে আশ্বস্থ করেন।
কক্সবাজারে হোটেল সী ওয়ার্ল্ড এ অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন লোহাগড়া প্রতিনিধি মাওঃ আব্দুল জব্বার।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হালিফ রাইস চৌধুরীর সহ ধর্মীনী আানিকা চৌধুরী, কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দিন।
যায়যায়দিনের সহকারী ব্যবস্থাপক (হিসাব) মো. রইছ উদ্দিনের প্রাণবন্ত উপস্থাপনায় আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যায়যায়দিনের বিজনেস ডেবেলপমেন্ট ম্যানেজার মো নুরুল হক, প্রধান প্রশাসনিক কর্মকর্তা ইকবাল হোসেন, ব্যবস্থাপক (বিজ্ঞাপন) ইব্রাহিম খলিল স্বপন, প্রচার ব্যবস্থাপক বিল্লাল হোসেন, কান্ট্রি ডেস্ক ইনচার্জ মায়মুনা আক্তার লীনা, ফ্রেন্ডস ফোরামের বিভাগীয় সম্পাদক জোতিষ সমাদ্দার বাবু অনলাইনের জ্যেষ্ঠ সহ-সম্পাদক আবু জাফর মুহাম্মদ সোহেল, চট্টগ্রাম ব্যুরো প্রধান সঞ্জীব নাথ, মাল্টিমিডিয়া ইনচার্জ সাইফুল ইসলাম, আবু জাফর সোহেল, ময়মনসিংহ অঞ্চলের ব্যুরো প্রধান আবু সালেহ মো: মুসা, দৃষ্টি এডভারটাইজিং ম্যানেজিং ডিরেক্টর শফিকুর রহমান, অংকুর এডভারটাইজিং স্বত্বাধীকারী মোঃ জসীম উদ্দিন, শিখড় এডবারটাইজিং সত্বাধিকারী মো: বায়েজিদ
বিশেষ প্রতিনিধি কাজী দ্বীন মোহাস্মদদ, জাহাঙ্গীর আলম, কুমিল্লা স্টাফ রিপোর্টার আব্দুল জলিল রাজশাহীর স্টাফ রিপোর্টার মোঃ লিটন মিয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধি আ্দুস সালাম আরিফ, কাশিয়ানী প্রতিনিধি, মুরাদ, খাগড়াছড়ি প্রতিনিধি রিপন সরকার, হাওর প্রতিনিধি মন্তোষ চক্রবর্তী প্রমুখ।
উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিনিধিরা তাদের বক্তব্যে যায়যায়দিনের কাছ থেকে প্রত্যাশা, প্রাপ্তি, সমস্যা ও সম্ভাবনার নানা কথা ওঠে আসে। আলোচনা সভা শেষে কেক পত্রিকাটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে অংশ নেওয়া দেশসেরা জেলা ও উপজেলা প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। উল্লেখ্য দীর্ঘ এক বছরের প্রতীক্ষার প্রহর ফিরে আসে প্রতিনিধিদের মেলবন্ধনের মাহেন্দ্রক্ষণ। সুখ-দুখ আর ভালোবাসার হাজারো স্মৃতি নিয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে সমুদ্র পাড়ে বসে এ মিলনমেলা। মধ্য অগ্রহায়ণের হিমেল হাওয়ায় দুলেছে এক ঝাঁক কলমযোদ্ধার হৃদয়। আনন্দ-উচ্ছ্বাসের ভেলায় ভাসে যায়যায়দিন পরিবার।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের শেষদিন শনিবার সকালে হোটেল সী ওয়ার্ল্ডের সামনে থেকে যায়যায়দিন পত্রিকার সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলা-উপজেলার প্রতিনিধিদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। সমুদ্র সৈকতে গিয়ে আনন্দ উল্লাসে মিলিত হন সবাই। সেখানে গান, গ্রামীন খেলাধুলা, সাগরের ঢেউয়ের সাথে মিতালিতে মেতে উঠে সবাই। এর আগে দেশের, বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিরা একে অপরের সাথে কুশলবিনিময় করেন। রবিবার বর্ণাঢ্য এ আয়োজনের সফল পরিসমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category