কৃষিতে এবছর প্রণোদনা ও পূর্নবাসন সাড়ে চারশো কোটি টাকা।
Reporter Name
-
Update Time :
Friday, November 8, 2024,
-
193 Time View

- http://*কৃষি প্রণোদনা ও পূর্নবাসনে ভাগ্য বদলাচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের* কৃষিতে এবছর প্রণোদনা ও পূর্নবাসনের আওতায় সাড়ে ৪২ লাখ কৃষক। মন্তোষ চক্রবর্তী সারা দেশে জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার লক্ষ্যে পূর্ণবাসনের আওতায় আনা হচ্ছে ৪২ লাখ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে প্রণোদনা ও পূর্নবাসন দেওয়া দিচ্ছে কৃষি অধিদপ্তর বলে জানা গেছে। কৃষি বিভাগ ঘোষিত প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে চলতি বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের আগ্রাধিকার ভিত্তিতে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজসহায়তা দেওয়া হচ্ছে। এবছরের কয়েক দফা বন্যায় দেশের বিভিন্ন জেলায় বোরো ও আউশ ধান, বিভিন্ন শাক সবজি,ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা। তাই আসন্ন রবি মৌসুমে বোরো ধানসহ অন্যান্য ফসলের উৎপাদন যাতে ব্যাহত না হয় এবং কৃষকেরা নিরবচ্ছিন্নভাবে চাষাবাদ চালিয়ে যেতে পারেনএ জন্য কৃষি বিভাগ কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করেছে। চলতি বছরের আগষ্ট ও জুলাইয়ে দেব্যাপী বন্যা,পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সংকট উত্তরণের জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে কৃষকদের এই প্রণোদনার আওতায় আনা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সূত্রে জানা গেছে, চলতি বছরের আগষ্টের মাঝামাঝি আকস্মিক বন্যায় দেশের নোয়াখালী,কুমিল্লা,চাঁদপুর, মুন্সিগঞ্জ,কক্সবাজার, সুনামগঞ্জ, ফেনী,চট্টগ্রাম, মৌলভীবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি,লক্ষীপুর,নাটোর,খুলনা,নড়াইল, বাগেরহাট, যশোর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণ বাড়িয়ার কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নরসিংদী ২৩ টি জেলায় প্লাবিত হয় এতে করে ক্ষতিগ্রস্ত হয় পড়েন ৩ লাখ ৭২ হাজার ৫১৪ হেক্টর জমিন। উৎপাদনে ক্ষতিগ্রস্তের পরিমাণ ২ লাখ ১৪ হাজার ৫১৪ মেট্রিকটন।এর মধ্যে ছিলেন রোপা আমন, আউশ,বোনা আমন,আদা, হলুদ, আম,পান,মরিচ, তরমুজ, পেঁপে, টমেটো, শাক-সবজি সহ নানা ফলের বাগান। এতে শুধুমাত্র কৃষিতেই অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয় প্রায় ৩ হাজার ৩৪৬ কোটি টাকা মতো। ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছে ১৪ লাখ ১৪ হাজার ৮৯ জন কৃষক। এছাড়াও একই বছরের জুলাই মাসে অতিবৃষ্টি,পাহাড়ি ঢলে পানি বৃদ্ধির কারনে দেশের জামালপুর,শেরপুর নেত্রকোনা, ময়মনসিংহ, নীলফামারী,লালমনিরহাট,কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, নাটোর, পাবনা সিরাজগঞ্জ ১৩টি জেলায় ১ লাখ ৫ হাজার ৪০৪ হেক্টর জমিন আক্রান্ত হয়। এতে করে ফসলী জমিন ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ৮২ হাজার ২৩১ হেক্টর জমিন। ফসল উৎপাদনের ক্ষতির পরিমাণ ৩ লাখ ৫৫ হাজার ৬৪৪ মেট্রিকটন। আর অর্থনৈতিক ক্ষতি হয় প্রায় ১হাজার ২৫৮ কোটি টাকার মত ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন ৩ লাখ ৯১ হাজার ৫৬০ জন কৃষক। সূত্রমতে, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তিই কৃষি। জাতীয় আয়ের সিংহভাগ আসে এই কৃষি থেকে। ফলে চাষাবাদ পদ্ধতিকে আরও আধুনিকায়ন এবং উৎপাদনশীল করার লক্ষ্যমাত্রা নিয়ে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করছে। কৃষিতে এবছর পূর্নবাসন দেয়ার কথা রয়েছে ২০৬ কোটি ৪৫ লাখ ৮২ হাজার টাকা। এবং কৃষি প্রণোদনা দেওয়া হচ্ছে ২৭৩কোটি ১০ লাখ ৪২ হাজার টাকা। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে কৃষি পূর্নবাসন ও প্রণোদনা কাজ চলমান বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেশে প্রয়োজনীয় কৃষি পণ্য সরবরাহের মাধ্যমে কৃষকদের চাষাবাদে উৎসাহিত করার লক্ষ্যেই এই কৃষি পূর্ণবাসন ও প্রণোদনার কর্মসূচী। উন্নয়নশীল দেশকে নিজেদের স্বার্থেই পরিবেশবান্ধব কৃষি উৎপাদনশীলতার দিকে বিশেষ নজর দিতে হবে। এরই গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে এই কৃষি প্রণোদনার কার্যক্রম শুরু করা। পারিপার্শ্বিক অবস্থার সমতা রক্ষা করে অতিরিক্ত ফসল উৎপাদনের লক্ষ্য নিয়ে কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উৎপাদনে উৎসাহিত করতে এ ধরনের প্রণোদনা সরকারের একটি সুদূরপ্রসারী পদক্ষেপ। ফসলের উন্নতমানের সম্প্রসারণ ও প্রণোদনার অন্যতম বিবেচ্য বিষয়। কৃষি জমিতে কৃষকরা যাতে অপ্রয়োজনীয় বালাই নাশক ব্যবহার না করে সেদিকেও কৃষি বিভাগ কড়া নজর রাখছে। উচ্চ ফলনশীল প্রয়োজনীয় কৃষিপণ্য সরবরাহ করতে কাজ যাচ্ছে
এদিকে কৃষি বিশেষজ্ঞ অভিমত,বাংলাদেশমল এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। জনগোষ্ঠীর চাহিদা মিটিয়ে দেশটি আজ কৃষি উৎপাদনে সফলতার স্বাক্ষর রেখেছে। চাষাবাদ পদ্ধতিতে সরকার প্রদত্ত প্রণোদনা অতিরিক্ত উৎপাদনে বিশেষ ভূমিকা রাখবে। এমন উদ্যোগ ভূমির উৎপাদনশীলতাকে আরও এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের কঠোর পরিশ্রমের সঙ্গে সরকার কর্তৃক গৃহীত প্রয়োজনীয় উদ্যোগ দেশটিকে সমৃদ্ধির দিকে ক্রমশ এগিয়ে নিয়ে যাচ্ছে। পাশাপাশি আরও একটি বিষয় নজরে আনতে হবে যাতে কোন ধরনের অনিয়ম এবং বিশৃঙ্খলায় কার্যক্রম ব্যাহত না হয়। এই কৃষি পূর্নবাসন ও প্রণোদনা যেন যথার্থ এবং সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারলে ফসল উৎপাদনে দেশ আরও কয়েক ধাপ এগিয়ে যাবে। সরকারের এই মহতী কর্মযোগ দেশের পুরো অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category