October 16, 2025, 11:37 pm
শিরোনামঃ
ছাত্রলীগ নেতা হৃদয়ের পর্নোগ্রাফি মামলায় থেকে ‘খালাস পেলেন সাংবাদিক শাহাদাত হোসেন হিরু অষ্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফাইয়াজ হাসান বাবু’র বর্ণাঢ্য মিছিল ও বৃক্ষরোপণ ব্রাহ্মণবাড়ীয়ায়’খান্দুরা হাভেলির ইতিহাস’বইয়ের মোড়ক উন্মোচিত ‎অষ্টগ্রামে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধ গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী স্মরণে দোয়া মাহফিল। শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল ইয়াশফি ডেভেলপারের এমডি ইমরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ সিলেটে বন্যা বনাম হাওরের অলওয়েদার সড়ক।  যায়যায়দিন এক সময় সেরাদের সেরা হয়ে নিজের অবস্থান তৈরী করবে-হালিফ রাইস চৌধুরী

‎অষ্টগ্রামে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধ

Reporter Name
  • Update Time : Saturday, August 9, 2025,
  • 29 Time View

প্রতিনিধি (অষ্টগ্রাম) কিশোরগঞ্জ :

‎গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জের  অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় অষ্টগ্রাম উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে অষ্টগ্রাম প্রেস ক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা একাত্মতা ঘোষণা করে বলেন, “সাংবাদিক তুহিনের নৃশংস হত্যা কেবল একজন মানুষের প্রাণহানি নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত মতপ্রকাশের উপর বর্বরোচিত আঘাত। এর বিরুদ্ধে নিরব থাকা মানে নিজেদের কণ্ঠরোধকে মেনে নেওয়া।”

‎মানববন্ধনে বক্তব্য রাখেন—অষ্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি দেবপদ চক্রবর্তী, অষ্টগ্রাম প্রেসক্লাব এর সহ-সভাপতি রেজাউল করিম সেলিম,অষ্টগ্রাম রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ শাহীন মিয়া, সহ-সাধারণ সম্পাদক   ঝুটন মিয়া, দপ্তর সম্পাদক ও কোষাধ্যক্ষ মোঃ মাহবুব আলম,সহ-সাংগঠনিক সম্পাদক  পল্লব কান্তি দেব রনি, সদস্য আল আমিন মিয়াসহ সাংবাদিক বৃন্দ ।

‎বক্তারা বলেন, “যে অপরাধীরা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি না দিলে দেশের সাংবাদিক সমাজ বৃহত্তর ও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। আমরা সরকারের প্রতি কঠোর নির্দেশনা দিচ্ছি—নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করুন, অন্যথায় আমরা আমাদের অধিকার রক্ষায় সকল আন্দোলন জোরদার করব।”

‎বক্তারা আরও বলেন, “স্বাধীন সাংবাদিকতার রক্ষাকবচ হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। ন্যায়বিচার না হলে এই ধরনের বর্বরতা থামানো যাবে না। আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের পেশার মর্যাদা ও মানুষের জানার অধিকার রক্ষা করব।মানববন্ধন শেষে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিসমূহ বাস্তবায়নের জন্য জোরালো দাবি জানান এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার নিশ্চয়তা প্রদান না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category