অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ হাসান বাবুর নেতৃত্বে আনন্দ মিছিল ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ আজ বুধবার অষ্টগ্রাম হাবেলী থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইজ হাসান বাবু’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
এতে, উপজেলা সদর, পূর্ব অষ্টগ্রাম, দেওঘর, বাঙ্গালপাড়া, খয়েরপুর- আব্দুল্লাপুর, কাস্তুল, দেওঘর ইউনিয়নের বিএনপি, ছত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাদ্যযন্ত্র বাজিয়ে, লাঠিখেলা, মোটরশুভ যাত্রায় ব্যানার, ফেস্টুনসহ বর্নাঢ্য মিছিলে নানা স্লোগানে মুখরিত হয় উপজেলার হাট-বাজার ও সড়ক।
পরে, হাবলীপাড়া জামে মসজিদের সামনে বৃক্ষ রোপণ শেষে, নেতাকর্মীদের বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন আশরাফী,উপজেলা কৃষক দলের সভাপতি ইউনূস আলী মেম্বার, যুবলনেতা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ফরহাদ আহমেদ প্রমুখ।