October 16, 2025, 11:35 pm
শিরোনামঃ
ছাত্রলীগ নেতা হৃদয়ের পর্নোগ্রাফি মামলায় থেকে ‘খালাস পেলেন সাংবাদিক শাহাদাত হোসেন হিরু অষ্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফাইয়াজ হাসান বাবু’র বর্ণাঢ্য মিছিল ও বৃক্ষরোপণ ব্রাহ্মণবাড়ীয়ায়’খান্দুরা হাভেলির ইতিহাস’বইয়ের মোড়ক উন্মোচিত ‎অষ্টগ্রামে সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধ গাজীপুরে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা যায়যায়দিনের প্রকাশক সাঈদ হোসেন চৌধুরী স্মরণে দোয়া মাহফিল। শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল ইয়াশফি ডেভেলপারের এমডি ইমরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ সিলেটে বন্যা বনাম হাওরের অলওয়েদার সড়ক।  যায়যায়দিন এক সময় সেরাদের সেরা হয়ে নিজের অবস্থান তৈরী করবে-হালিফ রাইস চৌধুরী

অপর্ণা স্বপ্ন বানাও স্বপ্ন দেখোনা

Reporter Name
  • Update Time : Sunday, October 8, 2023,
  • 385 Time View

কবিতা লেখক,এ,এইচ,হারুন

অপর্ণা যে আশাতে সিঁড়ি বেয়ে উপরটায় উঠছো, পারবেতো সেখানটায় আজব কিছু খেলা করে মাংস পিন্ড নিয়ে সেখানটায় সবকিছু তোমার কাছে পরিপাটি মনে হবে নব যৌবনা শ্রাবনের ঢল নামা স্রোতের নদী দেখতে পাবে ওরা সবাই তোমায় ভাসাতে চাইবে নিজ নিজ বাসনায় তুমিও হয়তো ভাসবে সাঁতরাবে কিন্তু কিনারা, কোথায় পাবে তুমি।

জানো অপর্ণা সবারই স্বাদ থাকে শক্ত ডাল অথবা উঁচু স্থানে ঠাঁই পেতে কতজন যে এভাবেই ভাসিয়ে যায় কে রাখে হিসাব তাঁর কে কষে রোজ রোজ অপর্ণাদের ভেসে যাবার হিসাবটা জানতো তুমি সাহসী হয়ে উঠেছো বলে আমি ভীতু।

বড় আশা করো উঁচুতে উঠতে বড় ডাল ধরো তবে স্বপ্ন বুনোনা অপর্ণা স্বপ্ন বানাও তুমি তোমার মত করে।

দেখনি খবরের পাতা জুড়ে বারন্ত কিশোরীর আত্মহনন তুমি দেখনা অপর্ণা রোজ কত নাবালিকা তাদেরই হাতে প্রাণ সপে দেখ অপর্ণা দেখ, ভাল করে চেয়ে দেখ তাদের ভিতর আর বাহির তুমি যা ভাবছো তা নয় ওদের বাহির আর ভিতর অভিন্ন ওরা তোমাকে গিলে খাবে ছিড়ে খাবে বাকরুদ্ধ করে।

তোমার চিৎকার চার দেয়ালে বন্দী হবে নয়ত তলিয়ে যাবে ভুল ভাবনা ভাবার সুযোগ হারিয়ে যাবে অপলক চেয়ে থেকে যদি বাঁচতে চাও নিজের মাঝেই নিজেকে বাঁচাও।

আর যদি,সপে দাও প্রাণ তবে কোন আকুতি করোনা মিনতি করোনা চুপটি করেই আঁখি মেলে চেয়ে দেখো তোমার ধ্বংস খেলা।

অপর্ণা আমি বলছিনা সিঁড়ি বেয়ে উঁচুতে উঠতে নেই আমি বলছিনা শক্ত কোন ডাল ধরে ঝুলতে নেই আমি বলছিনা বড় কোন স্বপ্ন দু চোখে দেখতে নেই অপর্ণা আমি শুধু এটুকুই বলছি সবটুকুর জন্য শক্তি চাই সততার বাহু চাই যে আগলাবে তোমায় আপন মোহনায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category